প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১৮ জুন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তাদের অফিসিয়াল ওয়েব সাইটে bpktbd.orgএকটি নতুন আবেদন প্রকাশ করছে । বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট এই নিয়োগ টি কিভাবে আবেদন করবেন, আবেদন ফ্রী কত, শিক্ষাগত যোগ্যতা কি , আবেদনের শেষ তারিখ কবে , কোন কোন শর্ত আপনাকে মেনে আবেদন করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আমাদের ওয়েব সাইটি চাকরি সংক্রান্ত পোষ্ট করে থাকি। আপনি আমাদের ওয়েব সাইটে bdgovtjobnews.com সকল চাকরির খবর , চাকরির আবেদনের নিয়ম, আবেদন শুরু ও শেষ তারিখ নিয়ে লেখালেখি করি । প্রতিদিন নতুন নতুন চাকরির খবর আমরা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করি ।
সরকারি চাকরির খবর ২০২২ ৭ টি ক্যাটাগরিতে ১৯৪৪ টি পদে নিয়োগ হবে। স্নাতক, এইচ এস সি, এস এস সি ও জে এস সি পাশেও আবেদনটি করা যাবে। যাদের বয়স ১৮-৩০ বছর, মহিলা / পুরুষ সকলেই এপ্লাই করতে পারবেন। ১৪ জুলাইয়ের মধ্যে আবেদনটি ডাক যোগে পাঠাতে হবে।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন নিয়ে বিস্তারিতঃ-
১। আবেদনকৃত পদের নামঃ বিভাগীয় সমানবায়ক
বেতনঃ- ৩৫,০০০/-
বয়সঃ– ৪৫ বছর
পদের সংখ্যাঃ– ৮ (আট) টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাকত্তোর ড্রিগ্রি বা সমমান । সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে।
২। আবেদনকৃত পদের নামঃ জেলা এরিয়া ম্যানেজার
বেতনঃ-৩০,০০০/-
বয়সঃ– ৪৫ বছর
পদের সংখ্যাঃ– ২০ ( বিঁশ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাকত্তোর ড্রিগ্রি বা সমমান । এনজিওতে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩। আবেদনকৃত পদের নামঃ উপজেলা অফিসার
বেতনঃ-২১,০০০/-
বয়সঃ– ৪৫ বছর
পদের সংখ্যাঃ– ৩০০( তিন শত ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাকত ড্রিগ্রি বা সমমান ।
bangladesh pratibandhi kalyan trust job circular 2022
৪। আবেদনকৃত পদের নামঃ মাঠকর্মী
বেতনঃ-১২,৫০০/-
বয়সঃ– ৪০ বছর
পদের সংখ্যাঃ– ৮০০( আট শত ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ এইচ এস সি পাশ বা সমমান ।
৫। আবেদনকৃত পদের নামঃ সহকারী মাঠকর্মী
বেতনঃ-১০,০০০/-
বয়সঃ– ৩৫ বছর
পদের সংখ্যাঃ– ৭০০( সাত শত ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি পাশ বা সমমান ।
৬। আবেদনকৃত পদের নামঃ অফিস সহায়ক
বেতনঃ-৯,০০০/-
বয়সঃ– ৩০ বছর
পদের সংখ্যাঃ– ১০২ ( এক শত দুই ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি বা এস এস সি পাশ।
৭। আবেদনকৃত পদের নামঃ ড্রাইভার
বেতনঃ-৯,০০০/-
বয়সঃ– ৪০ বছর
পদের সংখ্যাঃ– ১৪( চোদ্দ ) টি
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেনি পাশ ও লাইসেন্স ধারী হতে হবে ।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদনের সময়সীমাঃ-
আবেদনপত্রটি জমা দেওয়ার শুরুর তারিখ ১৮ই জুন ২০২২ সকাল ১০টায়
আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই ২০২২ বিকাল ৫ টা।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এর শর্তাবলীঃ-
১। ১৮ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে।
২। সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বাড়িভাড়া ও যাতাযাত সংক্রান্ত্র বেতন ছাড়া ১ নং পথের জন্য প্রাইভেটকার এবং জ্বালানি খরচ বহন করবে।
৩। ২,৩,৪ নং পদের জন্য এনজিও কর্তৃক মোটরবাইক প্রদান করা হবে এবং জানাননি খরচ বহন করবে ।
৪। ৫ নং তাদের জন্য বাইসাইকেল এনজিও ট্রাস্ট হতে প্রদান করা হবে ।
৫। অফিস সহায়ক ডিউটিতে পোশাক এনজিও থেকে প্রদান করা হবে।
আবেদন এরিয়া সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে চূড়ান্ত বাছাইকৃতদের কুড়িগ্রাম ,গাইবান্ধা ,রংপুর ,লালমনিরহাট ,
মাগুরা ,দিনাজপুর ,কিশোরগঞ্জ ,জামালপুর ,বান্দরবান ,খাগড়াছড়ি ,কক্সবাজার উপজেলা গুলোতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ-
৬। পদের নাম, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বর্ণনা , অভিজ্ঞতা , কোন জেলার বা বিভাগে কাজ করতে ইচ্ছুক তা স্পষ্টভাবে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের বাড়ি নং ১৪, মিরপুর ১০ ঢাকা ১২১৬ এর বরাবর লিখিত দরখাস্ত ওয়েবসাইটের নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে ।
৭। সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি।
৮। পরীক্ষার ফি বাবদ ১নং পদের জন্য ৫০০ টাকা এবং ২ নং পদের জন্য ৩০০ টাকা এবং ৩ নং থেকে ৫ নং পদের জন্য ২০০ টাকা এবং ৬ ও ৭ নং পদের জন্য ১৫০ টাকা অফেরৎযোগ্য বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বেগম রোকেয়া সরণী শাখা মিরপুর ধাকা সোনালী ব্যাংক লিমিটেড চলতি হিসাব নং- ৪৪৩৯৬০২০০০৮৮৬ এত এর অনুকুলের জমা দিতে হবে।
বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
৯। অর্ডার রশিদ এর মূলকপি আবেদন ফরমের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখিত পর্ব ১০ টাকার ডাকটিকিট সম্মিলিত সাইজের অব্যবহৃত ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে খামের উপরে পদের নাম ,আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখে হেড অফিসের ঠিকানা শুধুমাত্র ডাকযোগে আগামী ১৪ জুলাই তারিখের মধ্যে পাঠাতে হবে
১০। যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষায় ১ নম্বর ২ নং পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে ।
৩ নং হতে ৭ নং পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষার মৌখিক ভাইভা নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
সকল প্রার্থীকে যথাসময়ে বাছাই পরীক্ষার স্থান তারিখ ও সময় ডাকযোগে অথবা এসেমেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।
protibondhi kollan trust job circular 2022
১১। মৌখিক পরীক্ষার সকল কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে ও এক কপি ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে।
১২। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ টিএ দেওয়া হবেনা ।
১৩। অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৪ আবেদনপত্রের প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য যে কোন পর্যায়ে অসম্পূর্ণ, মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসাধু উপায়ে অবলম্বন করলে দরখাস্ত নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( ১৬৪টি পদ)
পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
[…] আবেদন নিয়ে বিস্তারিতঃ- (click here) […]