Thu. Mar 23rd, 2023

গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ ২০২২ সার্কুলার গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি চাকরির খবর ২০২২টিতে ৭ টি ক্যাটাগরিতে ৪৪৯টি পদে নিয়োগ হবে। http://www.pwd.gov.bd/ ওয়েব সাইটে নিযোগটি প্রাকাশ করা হয়ছে।  স্নাতক, এইচএসসি, এসএসসি, এবং অষ্টম শ্রেণি পাশেও আবেদনটি করা যাবে। যাদের বয়স ১৮-৩০ বছর, মহিলা / পুরুষ সকলেই এপ্লাই করতে পারবেন। ১৭ই এপ্রিল এ গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ প্রকাশিত হয়েছে। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন।

 

গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ ২০২২

 

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২(pwd job circular 2022) আবেদন নিয়ে বিস্তারিতঃ-

 ১। আবেদনকৃত পদের নামঃ– সাঁট-মুদ্রাক্ষারিক কাম-কম্পিউটার অপারেটর

বেতনঃ-১০,২০০-২৪,৬৮০/-

বেতন গ্রেডঃ ১৪

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ২৪টি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ। কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে । বাংলা ও ইংরেজিতে প্রতিমিনিটে সাঁটলিপিতে ৪৫ ও ৭০ শব্দের টাইপিং গতি থাকতে হবে। কম্পিউটার বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে।

২।  আবেদনকৃত পদের নামঃ– জরিপকারী

বেতনঃ-১০,২০০-২৪,৬৮০/-

বেতন গ্রেডঃ ১৪ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ১৪ টি

শিক্ষাগত যোগ্যতাঃ জরিপ বিষয়ে ডিপ্লোমা পাশ।

৩।আবেদনকৃত পদের নামঃ– নকশাকার

বেতনঃ-৯,৭০০-২৩,৭৯০/-

বেতন গ্রেডঃ ১৫ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ১০৬ টি

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান পাশ। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৪। আবেদনকৃত পদের নামঃ– কার্য সহকারী

বেতনঃ- ৯,৩০০-২২৪৯০/-

বেতন গ্রেডঃ ১৬ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ২৩টি

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ। পেশাগত কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫। আবেদনকৃত পদের নামঃ– অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বেতনঃ-৯,২০০-২২,৪৯০/-

বেতন গ্রেডঃ ১৬ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ৩০টি

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ (২য় বিভাগ) কম্পিউটার টাইপিং বাংলা ও ইংরেজি ২০ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে ।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৬।আবেদনকৃত পদের নামঃ– হিসাব সহকারী

বেতনঃ-৯,২০০-২২,৪৯০/-

বেতন গ্রেডঃ ১৬ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ১০১টি

শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগ হতে এইচএসসি বা সমমান পাশ।

৭। আবেদনকৃত পদের নামঃ– ট্রেসার

বেতনঃ-৯,২০০-২২,৪৯০/-

বেতন গ্রেডঃ ১৬ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ১ টি

শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি পাশ।

সরকারি চাকরির খবর ২০২২ এর গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদনের সময়সীমাঃ-

সরকারি চাকরির খবর ২০২২ এর আবেদনপত্রটি জমা দেওয়ার শুরুর তারিখ ১৭ই এপ্রিল ২০২২ সকাল ১০টায়

এবং সরকারি চাকরির খবর ২০২২ এর আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ই মে ২০২২ বিকাল ৫ টা।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সরকারি চাকরির নিয়োগের শর্তাবলী আবেদনটি অনলাইনে পূরণ করতে হবে।

আবেদনকারীর বয়স ১৭ই এপ্রিল ২০২২ তারিখ হতে বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে,বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে। মুক্তিযোদ্ধার পুত্রকন্যা /শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা পুত্র-কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ১৮থেকে ৩০ বছর।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১নং ও ৫ নং পদের ক্ষেত্রে বিভাগেও প্রার্থীদের বয়স সীমা ৪০ বছর ।

গণপূর্ত অধিদপ্তরে কেবলমাত্র  উক্ত পদে মাস্টাররোল ওয়ার্কার্স অস্থায়ী নিয়মিত ভাউচার আউটসোর্সিং ব্যতীত কর্মরত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনকারী গন্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট হতে নাম পদবী কর্মস্থল এবং কোন তারিখে কর্মরত আছেন সে সনদ গ্রহণ পূর্বক আবেদনের সাথে আপলোড করতে হবে।

বয়সের প্রমাণের জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র বিবেচনা করা হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না জন্ম নিবন্ধন ওয়েবসাইট ভর্তি পরীক্ষা করা হবে একজন ব্যক্তির উপরে উল্লেখিত পদসমূহের যেকোনো একটি পদে আবেদন করতে পারবে ।

মৌখিক পরীক্ষার সময় এর সকল সার্টিফিকেটের মূল কপি এবং পূরণকৃত আবেদনপত্র সত্যায়িত কপি সাথে আনতে হবে।

প্রার্থী  ভুল তথ্য  পাওয়ার শর্ত প্রমাণিত হলে কিংবা নকল অসদুপায় অবলম্বন করে করলে প্রার্থীর বিরুধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ থাকবে ।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরিতে নিয়োগ লাভের ব্যাপারে কোন প্রকার মিথ্যা, ভুল তথ্য গ্রহণযোগ্যতা  হবে না ।

পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে ।

mcq ও  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

জালিয়াতি প্রতিরোধঃ- ইনভিজিলেটর পরীক্ষা পরিদর্শক আবেদনকারীদের এডমিট কার্ডের বারকোড স্ক্যান করবেন ।

পরীক্ষা পরিদর্শকগণ আবেদনকারীর তৎকালীন ছবি তুলবেন আবেদনের সময়  ডিজিটালি বাছাই করা হবে।

সকল প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।

কোন অনিয়ম পাওয়া গেলে  বাছাইয়ের প্রার্থীকে পরীক্ষা থেকে বহিস্কৃত  ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়া হবে,

পরবর্তীতে প্রার্থীর সত্যতা যাচাইয়ের জন্য সংরক্ষণ করবেন।

 সরকারি চাকরির খবর ২০২২ এর আবেদন সম্পর্কিত অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ-

পরীক্ষায় অংশগ্রহণকারীকে pwd.teletalk.com.bd অথবা www.pwd.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে পূরণ করতে হবে।

পূরণ করার পর ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র SUBMIT এর সময় হতে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফ্রী জমা দিতে হবে।

সকল পদের জন্য ১০৪/- টাকা – যে কোন Teletalk pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে আবেদনের ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন ।

অনলাইনে আবেদন পত্রের প্রার্থিতার রঙিন ছবি( দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর এর (দৈর্ঘ্য 300 এবং প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সর্বোচ্চ ৬০ kb হতে হবে।

প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

SMS করার নিয়মঃ প্রথমে SMS: PWD < space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: PWD ABCDEF Reply: Applicant’s Name, TK.112/56 will be Changed as application fee. Your pin is xxxxxxxxx.To pay fee Type PWD <space> Yes< Space> PIN and send to 16222.

২য় SMS: PWD < space> Yes< space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: Yes xxxxxxxx Reply: Congratulations Applicant’s Name,Payment Completed Successfully for PWD Application for xxxxxxxx User Id is ( ABCDEF) and Password (xxxxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয় ও পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্রের নাম সম্পর্কে তথ্যঃ

Applicant’s Copy-তে যে ফোন নম্বর উল্লেখ করা আছে সেই নম্বরে SMS এ পাঠানো User ID এবং Password ব্যবহার করে পরবর্তী রোল, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download করতে পারবেন।

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আরো সরকারি চাকরির খবর জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন  https://bdgovtjobnews.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *