Thu. Mar 23rd, 2023

নৌবাহিনীর অফিসার পদের যোগ্যতা

নৌবাহিনীর অফিসার পদের যোগ্যতা -নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ ২০২২ সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ প্রকাশ করা হয়েছে। অফিসার পদে নিয়োগ হবে। এইচ এস সি পাশে আবেদনটি করা যাবে। ১২ ই আগষ্ট থেকে অনলাইনে আবেদন করা যাবে।

নৌবাহিনীর অফিসার পদের যোগ্যতা

নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ ২০২২

নৌবাহিনী চাকরির খবর ২০২২ আবেদন নিয়ে বিস্তারিতঃ- সরকারি চাকরির খবর ২০২২

১। আবেদনকৃত পদের নামঃ– অফিসার ক্যাডেট বেতনঃ-সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর অফিসার এর বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাবেন।

বয়সঃ– ১৭ -২১ বছর ( ১লা জুলাই ২০২২ হতে)

পদের সংখ্যাঃ– অনির্দিষ্ট

উচ্চতাঃ- পুরুষ প্রার্থীর জন্য ১৬২.৫ সেঃ মিটার ( ৫ ফুট ৪ ইঞ্চি)

মহিলা প্রার্থীর জন্য ১৫৭.৪৮ সেঃ মিটার( ৫ ফুট ২ ইঞ্চি)

ওজনঃ- পুরুষ ৫০ কেজি

মহিলাঃ- ৪৭ কেজি

বুকের মাপঃ

পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) এবং সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)

মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮ইঞ্চি) ৭৬ সেঃ মিঃ সম্প্রসারিত ( ৩০ ইঞ্চি)

দৃষ্টিশক্তিঃ- ৬/৬ হতে হবে।

অবিবাহিত হতে হবে।

নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ ২০২২

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান।

বিজ্ঞান বিভাগ থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৪.৫০ উপরে থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় থাকতে হবে।

ইংরেজি মাধ্যমঃ-‘ও’লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং তিনটি বিষয়ে বি গ্রেড। এবং এ লেভেল এর দুইটি বিষয়ে বি গ্রেড পেতে হবে।

উভয় পরীক্ষা গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে। ২০২২- সালের এইচএসসি পরীক্ষার্থী ও এ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই এসএসসি পরিএ ৫.০০ এবং ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটি বিষয় এবং তিনটি বিষয় ব্রিগেডের সমমানের ফলাফল থাকতে হবে।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

নৌবাহিনীর অফিসার পদের যোগ্যতা

প্রার্থীর জন্য অযোগ্যতাঃ-

১। সশস্ত্র বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, ও স্বেচ্ছায় পদত্যাগ।

২।যে কোন অপরাধের শাস্তি প্রাপ্য।

৩। আইএসএসবি পরীক্ষার দুবার প্রত্যাক্ষিত।

৪। সশস্ত্র বাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য প্রমাণিত হলে।

৫। ক্রুটি সম্পন্ন আবেদন অথবা একই নামে একাধিক আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদনের পদ্ধতিঃ- ১৬ ই আগস্ট হইতে ৩০শে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকৃত প্রার্থীকে joinnavy.navy.mil.bd ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদন ফি বাবদ ১০০০/- টাকা জমা দিতে হবে।

মনোনয়ন পদ্ধতিঃ-

১। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাঃ- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা ছেলেদের ১০ ই অক্টোবর হতে ১৯ শে অক্টোবর নৌবাহিনী কলেজ মিরপুর ১৪ অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর মেয়েদের অনুষ্ঠিত হবে নৌবাহিনি কলেজ মিরপুর ১৪।

২। নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠিত হবে ছেলেদের ১৮ ও ১৯ অক্টোবর। এবং মেয়েদের ২০ অক্টোবর।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে অক্টোবর যেখানে বুদ্ধিমত্তা, ইংরেজি, সাধারন জ্ঞান বিষয় থাকবে।

৩। আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি পরীক্ষাঃ- লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকার সেনাবাহিনীর সেনা নিবাস অবস্থিত আইএফএসবি এররতিক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। এই পরীক্ষা ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং সকল খরচ ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

৪। নেভাল একাডেমিতে যোগদান। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা জুন ২০২৩ এ অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেবেন। নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম। প্রশিক্ষণ ও কমিশনঃ- বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিট শিপ ম্যান হিসেবে ১৮ মাস সহ মোট তিন বছর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন পেয়ে উত্তীর্ণ হবেন। নেভাল একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি স্নাতক ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাবে।

নৌবাহিনী হওয়ার যোগ্যতা

অন্যান্য সুবিধাঃ-

১। বিদেশে প্রশিক্ষণঃ- অফিসার গণের প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।

২। উচ্চতর শিক্ষাঃ- নির্বাচিত অফিসারগণ পরে উচ্চতর শিক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন।

৩। বাসস্থানঃ- নিরাপদ ও মনোরম পরিবেশে সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।

৪। চিকিৎসাঃ- সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।

এসএসসি ও এইচএসসি পাশে সরকারি চাকরি ২০২২

এসএসসি পাশে নতুন চাকরির খবর ২০২২ সরকারি||today job news bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *