প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ ২০২২
চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ হয়েছে। এসএসসি এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশেও আবেদনটি করা যাবে। যাদের বয়স ১৮-৩০ বিষয় তারা সকলেই এপ্লাই করতে হবে। ২৭ শে মার্চ ২০২২ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন যোগ্যতা চলুন তা নিয়ে বিস্তারিত আলোচনা দেখে নেওয়া যাক।
১ম পদের নামঃ- সাঁট- মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- বেতনঃ- ১১০০০-২৬৫৯০/-
গ্রেডঃ- ১৩ তম
পদের সংখ্যাঃ- ৫ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের টাইপিং গতি সম্পন্ন হতে হবে। টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২ম পদের নামঃ কম্পিউটার অপারেটর
- বেতনঃ-১১০০০-২৬৫৯০/-
গ্রেডঃ- ১৩ তম
পদের সংখ্যাঃ- ৪ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের টাইপিং গতি সম্পন্ন হতে হবে। টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩য় পদের নামঃ-সহকারী গ্রন্থাগারিক
- বেতনঃ- ১০২০০-২৪৬৮০/-
গ্রেডঃ- ১৪ তম
পদের সংখ্যাঃ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ হইতে ২য় শ্রেনীর স্নাতক অথবা দ্বিতীয় শ্রেনীর সম্মানসহ ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
বিঃ দ্রঃ- ১-৩ নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না (গাজীপুর,নরসিংদী,গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল,ময়মনসিংহ,জামালপুর,নেত্রকোনা,চাঁদপুর,গাইবান্ধা,কুড়িগ্রাম, যশোর,ঝিনাইদহ, কুষ্টিয়া, নওগাঁ,ভোলা,ঝালকাতি পিরোজপুর,বরগুনা, পটুয়াখালী,সিলেট,হবিগঞ্জ )
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার পার্সোনাল আবেদন করতে পারবেন ।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
৪র্থ পদের নামঃ- অফিস সহায়ক
- বেতনঃ- ৮,২৫০-২০,০১০/-
গ্রেডঃ- ২০তম
পদের সংখ্যাঃ-১২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এস এস সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বিঃ দ্রঃ- ৪ নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না( ফরিদপুর ,গোপালগঞ্জ, শরিয়াতপুর,কিশোরগঞ্জ,টাঙ্গাইল,জামালপুর, চাঁদপুর,রাজশাহী,পাবনা,খুলনা,বাগেরহাট,বরিশাল,বরগুনা)
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার পার্সোনাল আবেদন করতে পারবেন ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চাকরির নিয়োগ ২০২২ আবেদনের ফরম পূরণের শর্তাবলীঃ-
- আবেদনকারীর বয়স ১-৪-২০২২ তারিখের ১৮ থেকে ৩০ বছর হতে হবে
- মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বলে শিথিলযোগ্য
তবে মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা গ্রহণের ক্ষেত্রে বয়স ৩০ বছর পর্যন্ত শিথিল থাকবে। - শুধুমাত্র বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন যদি ফৌজদারি আদালতে কোন মামলা থাকে তাহলে তারা আবেদন করতে পারবেন না
- সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থীদের শতাংশ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
- এছাড়া মৌখিক পরীক্ষার সময় চাকরিপ্রার্থীদের মন্ত্রণালয়/ বিভাগ /অধিদপ্তর সংস্থার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবেঃ-
- মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের কাগজ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে তাছাড়া অনলাইনে আবেদনে কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি বোর্ডের দাখিল করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
- মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্রনীগোষ্ঠী তৃতীয় লিঙ্গ আনসার ও ভিডিপি প্রার্থীদেরকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট পরীক্ষার সময় উপস্থিত হতে হবে
- নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পার্থক্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না।
আবেদনের ফরম পূরণের নির্দেশাবলিঃ
- পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করিবেন অনলাইনে আবেদন পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ৩০-৩-২০২২, সময় সকাল ১০ঃ০০ টা এবং
- অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখঃ ২৮-৪-২০২২ সময় বিকাল ৫ টা।নির্ধারিত সময়সীমার মধ্যে আপনাকে moewoe.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে হবে।
- উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
- অনলাইনে আবেদন পত্রের প্রার্থিতার রঙিন ছবি দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ পিক্সেল ও স্বাক্ষর এর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ ৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সর্বোচ্চ ৬০ kb হতে হবে।
- প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
এসএমএস প্রেরনের এর নিয়মাবলী ও পরীক্ষার ফ্রী প্রদানঃ
অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন ফর্ম টি যথাযথ পূরণ করে নির্দিষ্ট সিগনেচার আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন একটি ইউজার আইডি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
অ্যাপ্লিকেশন কপি ইউজার আইডি নাম্বার দেওয়া হবে এবং ইউজার নাম্বারে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল থেকে নাম্বার থেকে দুইটি করে এসএমএসের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ১০০ টাকা টেলিটকের চার্জ ১২ টাকা মোট ১১২ টাকা এবং ৪ নং পদের জন্য ৫০ টাকা টেলিটকের চার্জ ৬ টাকা মোট ৫৬ টাকা। ৭২ ঘন্টার জন্য জমা দিবেন।
SMS করার নিয়মঃ-
প্রথম SMS: MOEWOE < space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: MOEWOE ABCDEF
Reply: Applicant’s Name, TK.112/56 will be Changed as application fee. Your pin is xxxxxxxxx. To pay fee Type MOEWOE <space> Yes< Space> PIN and send to 16222.
২য় SMS: MOEWOE < space> Yes< space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: MOEWOE Yes xxxxxxxx
Reply: Congratulations Applicant’s Name, Payment Completed Successfully for MOEWOE Application for xxxxxxxx User Id is ( ABCDEF) and Password (xxxxxxxxxx).
নতুন নতুন সকল চাকরির খবর পেতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন । সকল প্রকার সরকারি , বেসরকারি চাকরি সবার আগে আপলোড করে থাকি । সরকারি চাকুরির খবর ২০২২ জানতে https://bdgovtjobnews.com/ ভিজিট করুন ।