Thu. Mar 23rd, 2023

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আপনি যদি ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ খুঁজে থাকেন তাহলে সম্পূর্ন পোস্টটি পড়তে থাকেন।



২৩ জুন ২০২২ ভূমি সংস্কার বোর্ড তাদের অফিসিয়াল ওয়েব সাইটে www.lrb.gov.bd একটি নতুন আবেদন প্রকাশ করছে । ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এই নিয়োগ টি কিভাবে আবেদন করবেন, আবেদন ফ্রী কত, শিক্ষাগত যোগ্যতা কি,আবেদনের শেষ তারিখ কবে , কোন কোন শর্ত মেনে আবেদন করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা।

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আমাদের ওয়েব সাইটি সকল সরকারি চাকরি ২০২২ সংক্রান্ত পোষ্ট করে থাকি। আপনি আমাদের ওয়েব সাইটে bdgovtjobnews.com নতুন চাকরির খবর , চাকরির আবেদনের নিয়ম, আবেদন শুরু ও শেষ তারিখ নিয়ে লেখালেখি করি । প্রতিদিন নতুন নতুন চাকরির খবর আমরা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করি ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণ পূর্বক ও ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্য নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এর নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরম www.lrb.gov.bd-এ অনলাইনে আবেদন করা যাবে।

 

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি চাকরির খবর ২০২২ টিতে ৫টি ক্যাটাগরিতে ৯ টি পদে নিয়োগ হবে। স্নাতক/এস এস সি / এইচ এস সি  পাশেও আবেদনটি করা যাবে। যাদের বয়স ১৮-৩০ বছর, মহিলা / পুরুষ সকলেই এপ্লাই করতে পারবেন।

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন নিয়ে বিস্তারিতঃ-

 ১। আবেদনকৃত পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

বেতনঃ-১০,২০০- ২৪,৬৮০/-

বেতন গ্রেড-১৪ তম

বয়সঃ– ৪০ বছর পর্যন্ত

পদের সংখ্যাঃ– ২ (দুই ) টি
(ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় )

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক পাশ বা সমমানের ডিগ্রী ।

অভিজ্ঞতাঃ- কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
এবং ব্যবহারিক পরীক্ষায় সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ এবং ইংরেজি ৩০ শব্দ হতে হবে ।

বিঃদ্রঃ-যারা আবেদন করতে পারবেন রংপুর ,রাজশাহী ,বরিশাল বিভাগের প্রার্থীগণ এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

২। আবেদনকৃত পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বেতনঃ-৯,৩০০- ২২,৪৯০/-

বেতন গ্রেড-১৬ তম

বয়সঃ– ৪০ বছর পর্যন্ত

পদের সংখ্যাঃ– ১ ( এক) টি । ( উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ )

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ এইচ এস সি পাশ বা সমমানের ডিগ্রী ।

অভিজ্ঞতাঃ- কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে গতি বাংলায় ২০ এবং ইংরেজি ২০ শব্দ হতে হবে ।

বিঃদ্রঃ- বাংলাদেশের সকল জেলার প্রার্থী কোন আবেদন করতে পারবেন।

৩। আবেদনকৃত পদের নামঃ রেকর্ড কিপার

বেতনঃ-৯,৩০০- ২২,৪৯০/-

বেতন গ্রেড-১৬ তম ।

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ১ ( ১টি )
(ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় )

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে এইচ এস সি পাশ বা সমমানের ডিগ্রী ।

অভিজ্ঞতাঃ-কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
এম এস ওয়ার্ড ও এক্সেলের কাজ জানতে হবে।

বিঃদ্রঃ-যারা আবেদন করতে পারবেন ঢাকা-ময়মনসিংহ- খুলনা-চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণ এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

ভূমি অফিসে নিয়োগ 2022

৪। আবেদনকৃত পদের নামঃ গাড়ি চালক

বেতনঃ-৯,৩০০- ২২,৪৯০/-

বেতন গ্রেড-১৬ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ৩ (তিন) টি
( উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগ )

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে জে এস সি বা ৮ম শ্রেনি পাশ ।

অভিজ্ঞতাঃ- ড্রাইভিং লাইসেন্সধারী। 
অভিজ্ঞতা সম্পূন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন ।

বিঃদ্রঃ-যারা আবেদন করতে পারবেন সিলেট-ময়মনসিংহ-চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণ এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।



৫। আবেদনকৃত পদের নামঃ অফিস সহায়ক

বেতনঃ-৮,২৫০- ২০,০১০/-

বেতন গ্রেড- ২০ তম

বয়সঃ– ১৮-৩০ বছর

পদের সংখ্যাঃ– ২ (দুই ) টি
(ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় জন্য ১টি )
( উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয় জন্য – ১টি )

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে এস এস সি পাশ ।

বিঃদ্রঃ-যারা আবেদন করতে পারবেন রাজশাহী-বরিশাল-সিলেট বিভাগের প্রার্থীগণ এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ।

 

ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদনের সময়সীমাঃ-

আবেদনপত্রটি জমা দেওয়ার শুরুর তারিখ ১৫ই জুন ২০২২ সকাল ১০টায়

আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই ২০২২ বিকাল ৫ টা।

ভূমি সংস্কার বোর্ড নিয়োগের শর্তাবলীঃ-

১। সরকারি সকল বিধি-বিধান ও সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুমোদন মেনে হবে।


২। ২৩ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

৩।প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান পুত্র সন্তান ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর বয়সের ক্ষেত্রে কোন প্রকারএভিড গ্রহণযোগ্য হবে না ।

৪।বীর মুক্তিযোদ্ধার সন্তান পুত্র সন্তান ক্ষেত্রে ৩০ বছর শিথিল থাকবে।

৫। সরকারী আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।

৬। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।

৮। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের পত্র কাগজপত্রসহ পরিদর্শন পূর্বক প্রতিটির এক কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।


bhumi songkar job circular 2022

১০। সকল প্রয়োজনীয় সনদপত্র ও কাগজপত্র তালিকাঃ-

শিক্ষাগত যোগ্যতার সকল সনদ/ সাময়িক সনদপত্র ।

অভিজ্ঞতার সনদ( প্রযোজ্য ক্ষেত্রে)

১১। স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সত্যায়িত।

১২। জাতীয় পরিচয় পত্র , জন্ম নিবন্ধন সনদ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সত্যায়িত।

১৩। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র।

১৪।আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনি এই মর্মে সম্পর্কিত উল্লেখিত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র / কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান পত্র ।

১৫। শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র।

১৬। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর ব্যতিক্রমে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।

১৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ টিএ দেওয়া হবেনা ।

১৮। অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১৯। আবেদনপত্রের প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য যে কোন পর্যায়ে অসম্পূর্ণ, মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসাধু উপায়ে অবলম্বন করলে দরখাস্ত নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমি মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২২ এর আবেদন সম্পর্কিত অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ-

১। পরীক্ষায় অংশগ্রহণকারীকে lrb.teletalk.com.bd ঠিকানায় আবেদন করতে হবে ।



২। পূরণ করার পর ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র SUBMIT এর সময় হতে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফ্রী জমা দিতে হবে।

৩। অনলাইনে আবেদন পত্রের প্রার্থিতার রঙিন ছবি( দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর এর (দৈর্ঘ্য 300 এবং প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সর্বোচ্চ ৬০ kb হতে হবে।

৪। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

৫। আবেদনের ক্ষেত্রে ১-৪ নং পদের জন্য ১০০ টাকা এবং চার্জ ১২ টাকা মোট ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫০ টাকা চার্জ সহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে জমা দিতে হবে।

lrb new job circular 2022

SMS করার নিয়মঃ

প্রথমে SMS: LRB < space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: LRB ABCDEF Reply: Applicant’s Name, TK.112 will be Changed as application fee. Your pin is xxxxxxxxx.To pay fee Type LRB <space> Yes< Space> PIN and send to 16222.

২য় SMS: LRB < space> Yes< space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে। Example: Yes xxxxxxxx Reply: Congratulations Applicant’s Name,Payment Completed Successfully for LRB Application for xxxxxxxx User Id is ( ABCDEF) and Password (xxxxxxxxxx).


প্রবেশপত্র প্রাপ্তির বিষয় ও পরীক্ষার তারিখ এবং পরীক্ষার কেন্দ্রের নাম সম্পর্কে তথ্যঃ

যে ফোন নম্বর উল্লেখ করা আছে সেই নম্বরে SMS এ পাঠানো User ID এবং Password ব্যবহার করে পরবর্তী রোল, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download করতে পারবেন।

প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- ১৯৪৪ টি পদ

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- নতুন সরকারি চাকরি

বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022



প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *