Thu. Mar 23rd, 2023

বাংলাদেশ সাধারণ আনসার যোগ দিন

আপনি যদি বাংলাদেশ সাধারণ আনসার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে থাকেন তাহলে সম্পূর্ন পোস্টটি পড়তে থাকেন।
১৬ জুন তাদের অফিসিয়াল ওয়েব সাইটে www.ansarvdp.gov.bd একটি নতুন আবেদন প্রকাশ করছে । বাংলাদেশ সাধারণ আনসার এই নিয়োগ টি কিভাবে আবেদন করবেন, আবেদন ফ্রী কত, শিক্ষাগত যোগ্যতা কি , আবেদনের শেষ তারিখ কবে , কোন কোন শর্ত আপনাকে মেনে আবেদন করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা।

আমাদের ওয়েব সাইটি চাকরি সংক্রান্ত পোষ্ট করে থাকি। আপনি আমাদের ওয়েব সাইটে bdgovtjobnews.com সকল চাকরির খবর , চাকরির আবেদনের নিয়ম, আবেদন শুরু ও শেষ তারিখ নিয়ে লেখালেখি করি । প্রতিদিন নতুন নতুন চাকরির খবর আমরা আমাদের ওয়েব সাইটে প্রকাশ করি ।

বাংলাদেশ সাধারণ আনসার

সরকারি চাকরির খবর ২০২২ টিতে ৪০০ টি পদে নিয়োগ হবে। জে এস সি পাশে আবেদনটি করা যাবে। যাদের বয়স ১৮-৩০ বছর, মহিলা / পুরুষ সকলেই এপ্লাই করতে পারবেন। ১৯ই জুন থেকে আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সাধারণ আনসার

বাংলাদেশ সাধারণ আনসার নতুন নিয়োগ আবেদন নিয়ে বিস্তারিতঃ-

 ১। আবেদনকৃত পদের নামঃ বাংলাদেশ আনসার

বেতনঃ-১৬,২০০-১৭,৪০০/-

বয়সঃ– ১৮-২২ বছর

পদের সংখ্যাঃ– ৪০০ (চার শত ) টি

শিক্ষাগত যোগ্যতাঃ জে এস সি

শারীরিক যোগ্যতাঃ-

উচ্চতা- সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি
দৃষ্টি শক্তি- ৬/৬
কোন দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না ।

অগ্রাধিকারঃ-
অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীয়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, ( ভিডিপি/ টিডিপি) প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

বাংলাদেশ সাধারণ আনসার আবেদনের সময়সীমাঃ-

আবেদনপত্রটি জমা দেওয়ার শুরুর তারিখ ১৯ জুন ২০২২ সকাল ১০টায়

আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন  ২০২২ বিকাল ৫ টা।

বাংলাদেশের নাগরিক হতে হবে।

বাংলাদেশ সাধারণ নতুন চাকরি নিয়োগ

অন-লাইনে আবদনের নিয়মঃ-

১। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.gov.bd এর সাধারন আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণের আবেদনের লিংক এ ক্লিক করে আবেদন পূরণ করে দাখিল করা যাবে

২। উক্ত লিংকটি ১৯ শে জুন রাত ১২ টা হতে ২৫ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।

৩। টাকা জমাদানের শেষ সময় ২৫ শে জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরৎযোগ্য ২০০ টাকা               অনলাইনে প্রদর্শিত বিকাশ/ রকেট এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য এই নাম্বারে ০৯৬৪৩২০৭০০৪ যোগাযোগ করতে হবে।

৪। প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।

আনসার ব্যাটালিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022

যাচাই-বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ-

১। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র

২। জাতীয় পরিচয় পত্রের মূল সনদপত্র

৩। চারিত্রিক সনদপত্রের মূল কপি

৪। নাগরিকত্ব সনদ পত্রের মূল কপি

৫। অনলাইনে রেজিস্ট্রেশন এর কনফার্মেশন ডকুমেন্ট প্রবেশপত্র মূল কপি ।

৬। সকল ডকুমেন্ট গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি।

৭। গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ।

৮। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম ,পেন্সিল,স্কেল সাথে আনতে হবে।

৯। প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান পুত্র সন্তান ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর বয়সের ক্ষেত্রে          কোন প্রকারএভিড গ্রহণযোগ্য হবে না ।

১০।বীর মুক্তিযোদ্ধার সন্তান পুত্র সন্তান ক্ষেত্রে ৩০ বছর শিথিল থাকবে।

১১।সরকারী আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।

১২। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ansar vdp new circular 2022

বাংলাদেশ সাধারণ আনসার চাকরি হওয়ার পর সুযোগ-সুবিধাঃ-

প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৬ হাজার ২০০ টাকা এবং পার্বত্য এলাকায় ১৭ হাজার ৪০০ টাকা ভাতা প্রাপ্ত হবেন।

প্রতিবছরই দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০ টাকা হারে।

দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।

কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে।

bangladesh ansar battalion job circular 2022

নিয়োগের আরো সতর্কীকরণ ও  শর্তাবলীঃ-

১। ক্ষুদ্রনীগোষ্ঠী দের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র ।

২। আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

৩। নির্দিষ্ট দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রমাণপত্র বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।

৪। সত্যায়ন ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তা সুস্পষ্ট নাম ও পদবী সহ থাকতে হবে ।

৫। সরকারি সকল বিধি-বিধান ও সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুমোদন মেনে হবে।

৬। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর ব্যতিক্রমে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।

৭। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ টিএ দেওয়া হবেনা ।

৮। অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ansar battalion job circular 2022

৯। আবেদনপত্রের প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য যে কোন পর্যায়ে অসম্পূর্ণ, মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসাধু উপায়ে অবলম্বন করলে নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১০। সাহায্য পাবার আশায় কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না । 

১১। এমন কোন বিষয় জানা গেলে নিয়োগ সরাসরি বাতিল করা হবে । 

বিঃদ্রঃ- অঙ্গীভূত আনসারদের চাকরি সরকারি চাকরি নয়।

পুলিশের নতুন নিয়োগের খবর ( ক্যাশিয়ার পদে)

চলতি মাসে আজকের সরকারি চাকরির খবর ২০২২

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ( ১৬৪টি পদ)

এইচ এস সি পাশে আজ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২২

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *