Thu. Mar 23rd, 2023

bangladesh navy circular

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৩ এ অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন জাহাজের জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ-কমান্ডো,সাবমেরিনার হতে যোগদিন:-

bangladesh navy circular

 

bangladesh navy circular আবেদনের সময়সীমাঃ-

আবেদন শুরুর তারিখ ৭ই মার্চ
আবেদনে শেষ তারিখ ১৬ মে ।

উপযুক্ততাঃ-
বয়সঃ- বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখের সাড়ে ১৬ বছর হতে ২১ বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

  • শারীরিক মান(নূন্যতম):-
    পুরুষ-
    উচ্চতাঃ- ১৬২.৫ সেঃমিঃ( ৫ ফিট-৪ ইঞ্চি)
    ওজনঃ- ৫০ কেজি
    বুকের মাপঃ- স্বাভাবিক ৭৬ সেঃমিঃ(৩০ইঞ্চি)
    সম্প্রসারিত ৮১ সেঃমিঃ(৩২ইঞ্চি)
    মহিলা-
    উচ্চতাঃ- ১৫৭.৫ সেঃমিঃ( ৫ ফিট-২ ইঞ্চি)
    ওজনঃ- ৪৭ কেজি
    বুকের মাপঃ- স্বাভাবিক ৭১ সেঃমিঃ(২৮ইঞ্চি)
    সম্প্রসারিত ৭৬ সেঃমিঃ(৩০ইঞ্চি)

bangladesh navy circular

শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম):-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে নূন্যতম ৪.০০ হতে হবে অথবা ইংলিশ মিডিয়ামের প্রার্থীগনের জন্য ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে নূন্যতম তিনটিতে A গ্রেড , তিনটিতে B গ্রেড থাকতে হবে। এবং এ লেভেল এর জন্য নূন্যতম২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান সহ)।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে( বিজ্ঞান বিভাগে)/ সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ের
নূন্যতম জিপি ৪.০০ প্রাপ্ত হতে হবে।

বিঃদ্রঃ ২০২২ সালের এইচএসসি সমমানের পরীক্ষার্থী গণ আবেদন করতে পারবেন তবে যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।

bangladesh navy circular বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত 

জাতীয়তাঃ শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক।
মনোনয়ন পদ্ধতিঃ-প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরীক্ষার সাক্ষাৎকারঃ-ঢাকা চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ২২ থেকে ২৬ শে মে ২০২২ (পরিবর্তনযোগ্য) তারিখে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায়ঃ- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞানের বিষয়ে লিখিত পরীক্ষা ২৭ মে ২০২২ (পরিবর্তনযোগ্য)
তারিখে উল্লেখিত কেন্দ্রসমূহ অনুষ্ঠিত হবে।

bangladesh navy job circular 2022

মনোনয়ন পদ্ধতিঃ-

সেনা নৌ ও বিমানবাহিনীর অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি করতে দুবার আউট প্রত্যাখ্যান একবারই তো একবার প্রত্যাখ্যান করা আবেদন করতে পারবেন তবে যেসব প্রার্থী গ্রাজুয়েশন মাস্টার সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার আউট প্রত্যাখ্যান করেছেন তারা ন্যূনতম পাঁচ বছর পর মাস্টার্স ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন সেনা নৌ বিমান বাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যেকোনো বিচারালয় দণ্ডপ্রাপ্ত বলে কোন বিদেশী নাগরিকের শহীদ বিবাহসূত্রে আবদ্ধ অঙ্গীকারবদ্ধ হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে।

 প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাঃ-

প্রাথমিক সাক্ষাৎকার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ৬ জুন ২০২২ তারিখে বিএন কলেজ ঢাকা মিরপুর ১৪ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা।

স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারেঃ-

উপযুক্ত বিবেচনা পার্থক্য ১০ এই জুন ২০২২ তারিখে বুদ্ধিমত্তা ও ইংরেজি সাধারন জ্ঞান এবং অধ্যায়নরত বিষয়ে লিখিত পরীক্ষায় বিএন কলেজ ঢাকা মিরপুর ১৪ অনুষ্ঠিত হবে ।

আইএসএসবি কর্তৃক পরীক্ষার সাক্ষাৎকার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পরীক্ষা আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

bangladesh navy job circular 2022

চূড়ান্ত মনোনয়নঃ-নৌবাহিনী সদর দপ্তর অনুষ্ঠিত সাক্ষাতকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে ।

বেতন ও ভাতাঃ- সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেয়া প্রাপ্য হবেন

অন্যান্য বিশেষ সুবিধাঃ- ক্যারিয়ার বৈচিত্র্যময় রোমাঞ্চকর একজন নেপাল ক্যারিয়ারে রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ স্পেশাল ফোর্স এর মাধ্যমে শর্ত সাপেক্ষে যুক্তি চাকরির সুযোগ।

সন্তানের অধ্যায়নরতঃ- নিজ সন্তানের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ , মেডিকেল কলেজ,  মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনী সকল স্কুল ও কলেজে পড়ার সু্যোগ।

 চিকিৎসাঃ- হসপিটাল উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধির উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে।

আইএসএসবি কর্তৃক পরীক্ষার সাক্ষাৎকারঃ-

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আই এস এস সি পরীক্ষার সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে।

নেভাল একাডেমিতে যোগদানঃ- চূড়ান্ত মনোনয়ন উপযুক্ত প্রার্থী ২০২৩ এর ১ম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, চট্রগ্রামে যোগ দিবেন।

অনলাইনে আবেদনের পদ্ধতিঃ-

আবেদনকারীর প্রার্থীগণকে https://www.navy.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে বামপাশের এপ্লাই নাও বাটনে ক্লিক করে এবং পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনের ফি বাবদ 700 টাকা জমা দিতে হবে অফেরত যোগ্য।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার ফ্রম পূরণ করতে হবে।

আবেদন ফরম এবং পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড করে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে।

bangladesh navy job circular 2022

নৌবাহিনী ওয়েবসাইটে গিয়ে  ক্লিক নও এপ্লাই করার জন্য এপ্লাই করা শেষে আবেদন শেষে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সম্পন্ন করতে হবে ।

প্রার্থীগণ যেকোন ব্যাংক কর্তৃক ডেবিট ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০ টাকা অফেরৎযোগ্য আবেদন ফি জমা দিতে পারবেন আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে ।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য পাঠানো হবে।

bangladesh navy job circular 2022 জমা প্রদান সম্প্রতি পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্র ও মার্কসিটের সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান /পৌর সভার মেয়র/ কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র বিশেষ নির্দেশনা বলী সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মুক্তিযোদ্ধা প্রজন্ম ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ শর্তসাপেক্ষ অধিকার থাকবে বিজ্ঞপ্তির যেকোনো অংশে পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পত্র প্রদান বাতিলের ক্ষমতা দখল করে।

নতুন নতুন আরো চাকরির খবর ২০২২ পেতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন https://bdgovtjobnews.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *